ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: সংবিধান স্থগিত, পার্লামেন্ট বিলুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
মিশর: সংবিধান স্থগিত, পার্লামেন্ট বিলুপ্ত

কায়রো: মিশরের নতুন সেনা শাসকরা রোববার দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাসীন দলের কর্তৃত্ববাদী সংসদ বিলুপ্ত করেছে। একইসঙ্গে সংবিধানও স্থগিত করা হয়েছে।

খবর এএফপির।

মিশরে সংঘটিত গণবিক্ষোভে মোবারকের উৎখাতের দুদিন পর সেনা শাসকরা এ সিদ্বান্ত নিলেন।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর সুপ্রীম কাউন্সিলের প্রচারিত ‘ইশতেহার নাম্বার ৫’ এ সংবিধান স্থগিত করা এবং দেশে নতুন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

একইসঙ্গে নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল আগামী ছয় মাস মিশরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। এ সময়ের মধ্যে তাদের হাতে আইনপ্রণয়নের ক্ষমতা থাকবে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া সংবিধানের সংশোধনী পর্যবেক্ষণে কমিটি গঠন ও সুষ্ঠ নির্বাচনের জন্য কার্যকর সংবিধান প্রণয়নেরও নিশ্চয়তা দেওয়া হয়।

তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হোসেইন তানতাভি রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রী আহমেদ শফিকের তত্ত্ববধায়ক সরকারকে পর্যবেক্ষণ করবেন বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়।

মিশরে টানা ১৮ দিনের গণবিক্ষোভের পর গত শুক্রবার সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৩০ বছরের ক্ষমতা থেকে পদত্যাগ করেন এবং দেশটির সেনাবাহিনীর সুপ্রীম কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।