ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ডের নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ডের নিহত ২০

ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।



সামা টেলিভিশন পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাওয়ালপিণ্ডি থেকে ১০০ কিলোমিটার দূরে গুজার খান এলাকায় দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রীসহ সিয়ালকটের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল।

বাসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণই দুর্ঘটনার মূল কারণ।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গত মাসে একই ধরনের একটি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।