ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওমান উপকূলে ২৩ নাবিকসহ জাহাজ ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

মস্কো: সোমালিয়ার জলদস্যুরা শনিবার ২৩ জন নাবিকসহ মালটার পতাকাবাহী একটি জাহাজ ওমানের উপকুল থেকে ছিনতাই করেছে।

নাবিকদের মধ্যে ১০ জন ভারতীয় এবং ১৩ জন ইরানের নাগরিক রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের জলদস্যু বিরোধী বাহিনী (ঊটঘধাভড়ৎ) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সিনিন নামের ছিনতাই হওয়া জাহাজটি সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ওমানের উত্তর আরব সাগরে ৩৫০ নটিক্যাল মাইল যাওয়ার পর জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে।

ছিনতাই হওয়ার পর থেকে জাহাজের নাবিকদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে জাহাজটির গতিপথ পরিবর্তন করে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জলদস্যু বিরোধী বাহিনী এর ওয়েবসাইটে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।