ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে অগ্নিকাণ্ডে দুই ব্রিটিশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

লন্ডন: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ব্রিটিশদের প্রধান সেনা ঘাঁটিতে সোমবার অগ্নিকাণ্ডে দুই সেনা মারা গেছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য জানিয়েছে।



ওই মন্ত্রণালয় থেকে জানানো, হয়েছে এটি শত্রুপক্ষের কোনো হামলা ছিল না।

আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হওয়ার পর এ নিয়ে নিহত ব্রিটিশ সেনা সংখ্যা দাঁড়াল ৩৫৬ জনে। শত্রুপক্ষের হামলায় নিহত হয়েছে এর মধ্যে প্রায় ৩১২ জন।

ঘটনাটি এখন তদন্তাধীন আছে। ক্যাম্প ব্যাস্টিওন কর্তৃপক্ষ উইং কমান্ডার মার্টিন টিনওয়ার্থ এ তথ্য জানিয়েছেন। তিনি এ দুজন সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আফগানিস্তানে প্রায় ৯৫০০ ব্রিটিশ সেনা রয়েছে। সেনা মোতায়নের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রিটেনের অবস্থান।

ব্রিটিশ সেনাবাহিনী হেলমান্দ প্রদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে । এখানে তালেবান জঙ্গি বাহিনীর সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর লড়াই চলছে।

বাংলাদেশ সময় ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।