ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যামাজন দূষণে শেভরনকে ৮৬০ কোটি ডলার জরিমানা

আন্তার্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
অ্যামাজন দূষণে শেভরনকে ৮৬০ কোটি ডলার জরিমানা

কিতো: মার্কিন তেল কোম্পানি শেভরনকে পরিবেশ দূষণের দায়ে ৮৬০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। অ্যামাজন নদী, এর আশপাশের বিস্তীর্ণ জঙ্গল এবং অননুমোদিত স্থানে কোটি কোটি গ্যালন বিষাক্ত বর্জ্য ফেলার দায়ে ইকুয়েডরের একটি আদালত কোম্পানিটিকে এ বিশাল অঙ্কের জরিমানা করে।

খবর বিবিসির।

২০০১ সালে একীভূত হওয়া তেলের ব্যবসায়ী প্রতিষ্ঠান টেক্সাস এবং শেভরনকে যৌথভাবে এ জরিমানা পরিশোধ করতে হবে। ওই এলাকায় তারা করপোরেট তেল বাণিজ্য করছে।

পরিবেশবাদীদের অভিযোগ এদের এই অবিবেচনাপ্রসূত কাজের ফলে অ্যামাজনের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে গেছে এবং খামারে পালিত ব্যাপক সংখ্যক গবাদিপশু মারা গেছে। স্থানীয় লোকজনের মধ্যে ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে গেছে বলেও তারা দাবি করছেন।

তবে, শেভরণ আদালতের এ নির্দেশকে প্রতারণামূলক বলে অভিহিত করেছে। এর বিরুদ্ধে তারা আপিল করবে বলেও জানায়।

আদালতের নির্দেশ অনুয়ায়ী কোম্পানিটিকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাবদ মোট ক্ষয়ক্ষতির আরও ১০ শতাংশ অর্থমূল্য দিতে হবে। সে হিসাবে সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়ায় সাড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলার।

বাদীপক্ষের আইনজীবী পাবলো ফাজারদো বলেন, আদালতের এ রায় শেভরনের মতো বিশাল কোম্পানির বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে ন্যায় শাসনের বিজয়।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এ রায়ে যে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে তা ইকুয়েডরে যে পরিবেশগত ক্ষতিসাধিত হয়েছে তার তুলনায় যথেষ্ট নয়। এ কারণে আমরা আবার আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। ’

এদিকে, শেভরন  এক বিবৃতিতে জানায় তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে। তাদের মতে এ রায় বেআইনি এবং প্রযোজ্য নয়।

৩০ হাজার একুয়েডরবাসীর পক্ষে এ মামলাটি করা হয়েছিল। যা গত দুই দশক ধরে আদালতে ঝুলে ছিল।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।