ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবনের দিকে বিক্ষোভকারীদের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবনের দিকে বিক্ষোভকারীদের মিছিল

সানা: ইয়েমেনের শত শত ছাত্র মঙ্গলবার সানার প্রেসিডেন্ট ভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা সরকারের পতনের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন।



বিক্ষোভকারীরা এ সময় মিশরের মতো স্লোগান দিয়ে বলছিলেন, ‘জনগণ এ সরকারের পতন চায়’। মিশরে ১৮ দিনের গণবিক্ষোভে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান হয়।      

ইয়েমেনে ৩২ বছর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলি আব্দুুল্লাহ সালেহর পতনের দাবিতে টানা চতুর্থ দিনের মত শিক্ষার্থীরা সানা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এর আগে সোমবার সানায় বিশেষত শিক্ষার্থী ও আইনজীবীদের সঙ্গে সালেহর সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়া ও লাঠি চার্জ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এছাড়াও ইয়েমেনের তায়েজ শহর এবং দক্ষিণ সানায় পুলিশ ও হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হন। ওই স্থানের প্রত্যক্ষদশীরা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।