ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

তেগুচিগালপা: হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায় সোমবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক রয়েছে।

খবর আইএএনএস ও রয়টার্সের।

দুই ইঞ্জিনবিশিষ্ট এল-৪১০ মডেলের বিমানটি উত্তরাঞ্চলীয় শহর স্যান পেদ্রো সুলা এবং রাজধানীর মধ্যে নিয়মিতভাবে যাতায়াত করত। বিমানটি তেগুচিগালপা থেকে ২০ কিলোমিটার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুঘর্টনার পর কেউ বিমানে থাকা কেউই বেঁচে নেই।

বিধ্বস্ত বিমানটি সেন্ট্রাল আমেরিকান এয়ারওয়েজের। এর ব্যবস্থাপক ফ্রান্সিসকো পাচেকো জানান, তাদের কাছে সর্বশেষ সংবাদ অনুযায়ী, বিমানচালক ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। এ সময় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।