ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেডেল অব ফ্রিডম পেলেন সিনিয়র বুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
মেডেল অব ফ্রিডম পেলেন সিনিয়র বুশ

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘মেডল অব ফ্রিডম’ পেতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।



এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে অবদান রাখা এবং বিশ্ব শান্তি বা সংস্কৃতি বা অন্যান্য সরকারি, বেসরকারি উদ্যোগের জন্য আরও ১৫ জনকে মেডেল অব ফ্রিডম দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেলে একটি পুরস্কার বিতরণী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বুশসহ অন্যরা পুরস্কার গ্রহণ করবেন।

এক বিবৃতিতে ওবামা এ বিষয়ে বলেন, ‘তাদের সবারই গৌরবময় অতীত রয়েছে এবং সবার অতীতই খুব সমৃদ্ধ। তবে তারা যে অসাধারণ জীবন পার করেছেন তা আমাদের সবাইকে উৎসাহ জুগিয়েছে, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং আমাদের দেশসহ বিশ্বকে একটি বসবাস উপযোগী স্থানে পরিণত করেছে। আমি তাদের পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

প্রেসিডেন্ট সিনিয়র বুশ ছাড়াও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, জর্জিয়ার কংগ্রেস সদস্য ও মানবাধিকার বিষয়ক নেতা জন লুইস, প্রাকৃতিক সম্পদ রক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জন অ্যাডামস, কবি মায়া অ্যাঙ্গেলু, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, চিত্রকর জ্যাসপার জনস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া গের্দা উইসম্যান কাইন, মানবাধিকার কর্মী সিলভিয়া মেন্ডেজ, কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় বিল রাসেল, সাবেক রাষ্ট্রদূত জেন কেনেডি স্মিথ, এএফএল-সিআইও প্রধান জন সুইনি, বেসবল খেলোয়াড় স্টান মুসিয়েল, বেহালা বাদক ইয়ু ইয়ু মাকে সম্মানিত করা হবে। এছাড়াও মানবাধিকার কর্মী টম লিটলকে মরণোত্তর পদক দেওয়া হবে। তাকে আফগানিস্তানে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।