ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সংবিধান সংশোধনে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
মিশরে সংবিধান সংশোধনে কমিটি গঠন

কায়রো: মিশরের সংবিধান সংশোধনের উদ্দেশ্যে মঙ্গলবার আট সদস্যদের কমিটি ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। এ সংশোধনের লক্ষ্যে কমিটিকে দশ দিনের সময় বেধে দেওয়া হয়েছে।



সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল এ বিষয়ে বলে, ‘সংবিধান সংশোধনে আট সদস্যদের এ কমিটি দশ দিনের বেশি সময় নেবেনা। ’
 
সেনা শাসকদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেনা জানায়, ‘সেনা শাসকরা যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে চায়। তারা সংবিধানও সংশোধন করতে চায়। ’

‘আমরা মূলত সংবিধানের সব বাধা ও সীমাবদ্ধতা দূর করতে চাই এবং জনগণের দাবি পূরণ করতে চাই। ’

মিশরের প্রশাসনিক আদালতের সাবেক প্রধান তারেক আল- বিশারিকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

মিশরে ১৮ দিনের গণবিক্ষোভে হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসানের পর গত শুক্রবার সেনাবাহিনী দেশের ক্ষমতা গ্রহণ করে। এর পর থেকেই কাজের ক্ষেত্রে স্বাধীনতার দাবিতে মিশরের শ্রমিকরা ধর্মঘট শুরু করেন।

এ পরিস্থিতে রোববার মোবারক সরকারের সংসদ বিলুপ্ত করাসহ দেশের বিদ্যমান সংবিধান স্থগিত করে সেনা শাসকরা। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনেরও অঙ্গীকার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।