ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় দালাই লামার ভাতিজা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

য়ামি: যুক্তরাষ্ট্রের ফোরিডায় গাড়ির ধাক্কায় দালাইলামার ভাইয়ের ছেলে জিগমে নরবু নিহত হয়েছেন। তিব্বত বিষয়ক এক মিছিলে অংশগ্রহণের সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।



নরবু (৪৫) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের ব্লুমিংটনের বাসিন্দা ছিলেন। সেন্ট অগাস্টিন থেকে ওয়েস্ট পাম বিচ পর্যন্ত ‘ওয়াক ফর তিব্বত’ নামের পদযাত্রার অংশ নেওয়ার সময় নরবু দুর্ঘটনার শিকার হন। ওয়ার্ল্ড পিস ওয়েব সাইটের এক কর্মী এ তথ্য জানিয়েছেন।

বড় ভাইয়ের ছেলে নরবুর মৃত্যুতে দালাইলাম শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।