ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে দুজন কর্মকর্তার অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
মিশরে দুজন কর্মকর্তার অব্যাহতি

কায়রো: মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ (সুপ্রিম মিলিটারি কাউন্সিল) বিক্ষোভের সময় গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়ার অপরাধে কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে। খবর এএফপির।



আলজাজিরার খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সময়কার কর্মকর্তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত চলমান প্রক্রিয়ারই অংশ। ওই দুজন কর্মকর্তা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পরিচালক আদলি ফায়েদ এবং কায়রোর প্রধান প্রতিরক্ষা কর্তকর্তা ইসমাইল-আল-শাহেদ।

খবরে বলা হয়, মোবারকের সময়কার সেনা কর্মকর্তাদের প্রতি জনরোষ কমাতেই এই অব্যাহতি।        

সংবিধান সংশোধনের লক্ষ্যে সামরিক পরিষদ মঙ্গলবার সাবেক সাংবিধানিক আদালতের প্রধান তারেক আল-বিশরিকে প্রধান করে একটি প্যানেল গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন: তিনজন সংবিধান বিশেষজ্ঞ, তিনজন বিচারক এবং নিষিদ্ধ বিরোধী গ্রুপ মুসলিম ব্রাদারহুডের একজন প্রতিনিধি।

তারেক মোবারকের শাসনামলের স্বাধীন বিচার ব্যবস্থার একজন স্বোচ্চার সমর্থক। সামরিক পরিষদ ১০ দিনের মধ্যে সংবিধান সংশোধনের ঘোষণা দিয়েছে। এছাড়া দুই মাসের মধ্যে গণভোটের আয়োজন করারও প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে যে সংবিধান রয়েছে, তা এরই মধ্যে স্থগিত করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী আহমেদ শফিক বিদেশি নেতাদের বলেছেন, মোবারকের সময়কার মন্ত্রীদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দিয়ে তিনি শিগগির মন্ত্রিসভার পুনর্বিন্যাস করবেন।

মুসলিম ব্রাদারহুড মঙ্গলবার জানিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা একসময় দল গঠন করতে চেয়েছিল। গ্রুপটির একজন মুখপাত্র মোহাম্মদ মুরসি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছেন, তারা দল গঠনের স্বাধীনতায় বিশ্বাস করে। এজন্য খুব শীঘ্রই আমরা একটি দল গঠন করতে যাচ্ছি।

গ্রুপটির আরেকজন নেতা এসাম-আল-আরিয়ান জানান, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমরা কোনো প্রার্থী দেব না, কারণ এ ধরনের চেষ্টা খুবই বিতর্কিত হবে। তিনি আরও বলেন, এখন সময় সংহতি, একতা এবং জাতীয় ঐক্যমত্যের।                   

দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ব্যাপক গণবিক্ষোভের মুখে ত্রিশ বছরের শাসন ছেড়ে গত ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। মোবারক এখন দেশের মধ্যেই অবকাশকেন্দ্র শারম আল শেখে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।