ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভ এবার লিবিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
বিক্ষোভ এবার লিবিয়ায়

বেনগাজি: লিবিয়ার বেনগাজি শহরে শত শত গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

লিবিয়ার দৈনিক কুরিনায় বলা হয়, বন্দর শহর বেনগাজিতে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আহত হয়েছে।

এ পত্রিকাটির সঙ্গে লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে সংঘর্ষের জের ধরে সরকারের কড়া সমালোচক একজন আইনজীবীকে গ্রেপ্তার করে সরকার। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ওই দৈনিকটির খবরে বলা হয়, ৪০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা মুয়াম্মার গাদ্দাফির সমর্থক ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নিলে পুলিশ তাতে হস্তক্ষেপ করে।

আন্দোলনের কর্মীরা প্রবীণ এই নেতার বিরুদ্ধে বৃহস্পতিবারও বিক্ষোভের আহ্বান জানিয়েছে। এ লক্ষে ফেসবুকে ‘ডে অব অ্যাঙ্গার’ (বিক্ষোভের দিন) নামে একটি গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের সদস্য নয় সহস্রাধিক। কর্নেল গাদ্দাফি ১৯৬৯ সালে ক্ষমতায় আরোহন করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফি নিজেও বিক্ষোভে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিশ্লেষকরা মনে করেন, লিবিয়া একটি পুলিশি রাষ্ট্র, যা কঠোরভাবে গাদ্দাফির নিয়ন্ত্রণে রয়েছে।

পরে বেনগাজিতে কয়েকশ লোক সরকারের পক্ষে সেøাগান দিচ্ছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংক্রান্ত খবর সম্প্রচার করা হয়। বেনগাজি রাজধানী ত্রিপোলি থেকে ১০০০ কিলোমিটার পূর্বে।

কয়েকদিনের হলো মধ্যপ্রাচ্য জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি ও মিশরের হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।