ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সিবিএস নিউজের নারী সাংবাদিক নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
মিশরে সিবিএস নিউজের নারী সাংবাদিক নির্যাতনের শিকার

কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দিন গত ১১ ফেব্রুয়ারি সিবিএস নিউজ টেলিভিশনের চিফ ফরেন করেসপন্ডেন্ট লারা লোগান মারাত্মক যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

ওই দিন লাগা লোগান রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিজয়োৎসব কাভার করছিলেন।

সিবিএস নিউজের পক্ষে তার অনুষ্ঠানটির নাম ছিল ‘৬০ মিনিটস’। তাহরির স্কয়ারে শ্যুটিং চলাকালে ভয়ংকর একদল লোক লারাকে উঠিয়ে নিয়ে যায়। সেই দলে প্রায় ২০০ জন লোক ছিল।

জনতার ভিড়ের মধ্যে লারাকে তার সদস্যদের থেকে বিচ্ছিন্ন করে আড়ালে নিয়ে যাওয়া হয় এবং তার ওপর ভয়াবহ যৌন নিপীড়ন চালানো হয়। পরে একদল নারী ও আনুমানিক ২০ জন সেনাসদস্য তাকে উদ্ধার করে। টেলিভিশনের টিমের সঙ্গে যোগ দিয়ে হোটেলে ফিরে যায়। সেখান থেকে পরদিন সকালের ফাইটে যুক্তরাষ্ট্রে উদ্দেশে রওনা দেন। এ মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে লারা লোগান ও তার পরিবারে পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।