ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরব বিশ্ব চায় গণতন্ত্র, ইরাক চায় বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাগদাদ: পুরো আরব অঞ্চলে গণতন্ত্রের দাবি প্রতিদিনই জোরদার হচ্ছে, আর ইরাকের জনগণের প্রথম দাবি হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ। খবর এএফপির।



২০০৩ সালে মার্কিন অভিযানে সাদ্দাম হোসেনের বিদায়ের মধ্য দিয়ে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রবেশ করেছে--এমন ধারণা পশ্চিমা বিশ্বের। পানি-বিদ্যুতের দাবিতে ইরাকের জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। ফেসবুকের মাধ্যমে তারাও বিক্ষোভ সংগঠিত করছে। ‘নো সাইলেন্স’, ‘বাগদাদ ইজ নট কান্দাহার’, ‘ব্লু রেভ্যুলুশন’ নামের তিনটি ফেসবুক গ্রুপ।

সোমবার বাগদাদে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের প্রাক্কালে দুর্নীতি বন্ধ করতে, বিদ্যুৎ ও পানি ব্যবস্থার উন্নয়ন ঘটাতে এবং কর্মসংস্থানের সৃষ্টির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

আগামী ২৫ ফেব্রুয়ারি বাগদাদে ওই প্রতিবাদকারীরা আরও একটি বিক্ষোভের আয়োজন করেছে এবং অন্যদের তাতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

আয়োজকদের একজন কারনাস আলি বলছিলেন, ‘সরকার পরিবর্তন আমাদের দাবি নয়। আমরা চাই সংস্কার। ’ শত শত বিক্ষাভকারীদের একজন এনাম ওয়াহেদ বলছিলেন, ‘আমার বাড়িতে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। আমি বিদ্যুৎ চাই। ’

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।