ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের আদালতে মার্কিন কূটনীতিকের শুনানি শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
পাকিস্তানের আদালতে মার্কিন কূটনীতিকের শুনানি শুরু হচ্ছে

ইসলামাবাদ: দুজন পাকিস্তানিকে হত্যার দায়ে মার্কিন কূটনীতিক রেমন্ড ডেভিস মুক্তির ব্যাপারে লাহোরের একটি আদালতে বৃহস্পতিবার শুনানি শুরু হতে যাচ্ছে।

এদিকে, বারাক ওবামা বুধবার বলেছেন, ভিয়েনা কনভেনশন মেনে পাকিস্তানের এখনই মার্কিন কূটনীতিক রেমন্ড ডেভিসকে মুক্তি দেওয়া উচিৎ।

মার্কিন ওই কূটনীতিক বর্তমানে দু’জন পাকিস্তানিকে খুনের অভিযোগে ২৭ জানুয়ারি থেকে কারাগারে আছেন।

অভিযুক্ত ডেভিস সম্পূর্ণ কূটনীতিক মযার্দা পাবেন কিনা লাহোর আদালত তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১৫ দিনের মধ্যে জানাতে বলেছেন।

বাদী পক্ষের একজন আইনজীবী মোহাম্মদ আজহার সিদ্দিকী বলেছেন, কূটনৈতিক শিষ্টাচারের দোহাই দিয়ে ডেভিস মাফ পেতে পারেন না । কারণ তিনি ঠাণ্ডা মাথায় মানুষ খুন করেছেন।  

রেমন্ড ডেভিস (৩৬) গত ২৭ জানুয়ারির আটক হন। তার বিরুদ্ধে লাহোর বাজারে দু জন সাধারণ পাকিস্তানিকে হত্যার অভিযোগ আনা হয়। ডেভিস অবশ্য বলেছেন, ওই দু’জন ছিনতাইয়ের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি তাদেরকে গুলি করেন।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, কূটনীতিক হওয়ার কারণেই ডেভিস মুক্তি পাবেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ডেভিসের পরিণতি কী হবে তা ঠিক করবেন আদালত। তারপরও প্রধানমন্ত্রী গিলানি নিহতদের স্বজনদের কাছে অনুরোধ জানিয়েছেন, ডেভিসকে ক্ষমা করে দেওয়ার জন্য। এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল, কূটনৈতিক দায়মুক্তি আইনের অধীনে রেমন্ড ডেভিসকে ছেড়ে দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।