ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ দলের বিরোধিতার মুখে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

টোকিও: ক্ষমতা নেওয়ার সাত মাসের মাথায় নিজ দলের সদস্যদের বিরোধিতার মুখে পড়লেন জাপানের মধ্য-বামপন্থী ঘরানার প্রধানমন্ত্রী নাওতো কান। এ কারণে তার সংস্কার এজেন্ডাও হুমকির মুখে পড়েছে।



ক্ষমতাসীন ডেমোক্রাটিক পার্টি অব জাপান (ডিপিজে)-এর ওই বিদ্রোহী সদস্যরা কানের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার অভিযোগ আনে। রক্ষণশীলদের ৫০ বছরের শাসনের অবসানের পর ডিপিজে ২০০৯ সালে প্রথম ক্ষমতায় আসে।

দলে এখন স্পষ্টতই ভাঙন দেখা দিয়েছে। দলীয় সদস্যরা এমন সময় বিরোধিতা করলেন, যখন সম্প্রতি অনুষ্ঠিত এক গণভোটে দলের জনপ্রিয়তা ২০ শতাংশের বেশি নিচে নেমে এসেছে।  

কান ২০০৯ এর জুনে ক্ষমতায় আসার পরপরই বিরোধী রক্ষণশীলদের প্রবল বিরোধিতায় পড়েন। উল্লেখ্য, বিরোধী রক্ষণশীল দল সংসদের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।