ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের পর উইলিয়াম-কেটের কানাডা সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
বিয়ের পর উইলিয়াম-কেটের কানাডা সফর

লন্ডন: প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিবাহিত দম্পত্তি হিসেবে প্রথম রাজকীয় সফরে কানাডা যাবেন। বুধবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।



লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে ২৯ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই তারা এ সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এ সফর ৩০ জুন শুরু হবে এবং শেষ হবে জুলাই এর আট তারিখ।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন কানাডা সরকারের কাছ থেকে রাজকীয় সফরের দাওয়াত পেয়েছেন। প্রিন্স উইলিয়ামের কার্যালয় সেন্ট জেমস প্যালেস থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়।

কানাডার প্রথানমন্ত্রী স্টিফেন হার্পার এই সফরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, রাজপরিবারের সঙ্গে গভীর সম্পর্কের বহিপ্রকাশের নির্দশন এ সফর।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।