ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বুয়েনস আয়ারস: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসের শহরতলিতে বুধবার দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

একজন স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় র‌্যাটিরো স্টেশন থেকে আসা একটি লোকাল ট্রেনের সঙ্গে দূরপাল্লার ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ স্টেশনটি রাজধানী ও উত্তরপশ্চিমের শহরতলির সঙ্গে সংযোগ স্থাপন করেছে।    
 
উদ্ধারকর্মীরা ট্রেনের ভিতর আটকে পড়াদের উদ্ধার করেছেন বলে স্থানীয় দমকল প্রতিষ্ঠানের প্রধান অস্কার ফেরারি এর আগে জানান।

এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আর কোনো মানুষ এর ভিতর আটকে নেই। ’

মেয়র স্যান মিগুয়েল জ্যাকুইন ডি লা টোরে এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে এ এলাকায় প্রায় দুই দশকে এ ধরনের ট্রেন দুর্ঘটনা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ০৯৪৩ ঘন্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১১,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।