ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২৪: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২৪: এইচআরডব্লিউ

ত্রিপোলি: সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমানোর উদ্দেশ্যে লিবিয়ার পুলিশের ছোড়া গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে।



নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ প্রত্যক্ষদর্র্শীদের উদ্ধৃতি দিয়ে ২৪ জন বিক্ষোভকারী নিহত হওয়া খবর জানিয়েছে। বৃহস্পতিবার আহূত ‘ক্ষোভ দিবসে’ এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এইচআরডব্লিউ-এর একটি বিবৃতিতে বলা হয়, ‘জীবন রক্ষার দরকার না হলে সরকারের উচিৎ মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করা। আর গুলি করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা উচিৎ। ’

এর আগে বার্তা সংস্থা আইএএনএস জানায়, লিবিয়ার উত্তর-পশ্চিমের শহর আল-বাইদা ও পশ্চিমের বেনগাজিতে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১২ জন আন্দোলনকারী মারা গেছেন।

মিশর ও তিউনিসিয়ার জনপ্রিয় অভ্যুত্থানের অনুসরণে বিক্ষোভকারীরা গত বৃহস্পতিবার ‘ক্ষোভ দিবস’ আহ্বান করে। মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করেছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিক্ষোভকারীদের ওয়েবসাইট ও বেসরকারি সংগঠনগুলোকে উদ্ধৃত করে আল-অ্যারাবিয়া বার্তা সংস্থা জানায়, নিরাপত্তা বাহিনী ও ‘বিপ্লবী কমিটি’র সদস্যরা আল-বাইদা শহরে শান্তিপূর্ণ তরুণ আন্দোলনকারীদের গুলি চালায়। এখানে অন্তত ছয়জন মারা যায়।

এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বেনগাজি শহরেও ছয়জন নিহত হয়েছে খবর বেরিয়েছে। এখানে আহত অন্তত ৩৬ জন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।