ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর মাত্র ছয় সপ্তাহ বাঁচবেন ক্যান্সার আক্রান্ত স্টিভ জবস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
আর মাত্র ছয় সপ্তাহ বাঁচবেন ক্যান্সার আক্রান্ত স্টিভ জবস!

লন্ডন: বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস মারাত্মক অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তিনি আর ছয় সপ্তাহ বেঁচে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।



৫৫ বছর বয়সী জবস স্বাস্থ্যের প্রতি নজর দিতে প্রতিষ্ঠানের পরিচালকদের কাছে ছুটির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তার চিকিৎসা সংক্রান্ত ছুটি মঞ্জুর করা হয় বলে জানুয়ারিতে তিনি ঘোষণা করেন।

কিন্তু তারপরও জবসকে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানের সদর দপ্তরে দেখা যাচ্ছিল এবং তিনি বাড়ি থেকে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়।

তবে সম্প্রতি ন্যাশনাল ইনকুইরার ট্যাবলয়েডের তথ্য অনুযায়ী জবসের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে জানা গেছে। একইসঙ্গে জবস অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আর ছয় সপ্তাহ বাঁচবেন বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়।

সম্প্রতি প্রকাশিত ছবিতে জবসকে খুব ভঙ্গুর এবং দুর্বল লাগছিলো বলে দ্য ডেইলি মেইল জানায়। ৮ ফেব্রুয়ারি তোলা এ ছবিতে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ক্যান্সার সেন্টারে যাওয়ার আগে জবস তার স্ত্রী লরিন পাওয়েলকে নিয়ে প্রাতরাশ করতে যাচ্ছেন বলে দেখা যায়।    

ছবিটি বর্তমানে অনলাইনে দেখা না গেলেও জবসের ওজন ১৭৫ থেকে কমে ১৩০ পাউন্ডে দাঁড়িয়েছে বলে ন্যাশনাল ইনকুইরার জানায়।

এছাড়া তার চুল কমে যাওয়া ক্যান্সারের জন্য দেওয়া কেমোথেরাপির ফল বলেও ধারণা করা হচ্ছে। ৪০ বছরের অভিজ্ঞ চিকিৎসক গাবে মিরকিন বলেন, ‘তিনি এখন বাস্তবিক অর্থেই তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন বলেই ছবিগুলো দেখে মনে হচ্ছে। তার মাত্র ১৩০ পাউন্ড ওজন দেখে আমি হতবাক হয়ে গেছি। ’

চিকিৎসক স্যামুয়েল জ্যাকবসনও বলেন, ‘ছবি দেখে মনে হচ্ছে তিনি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন। বলা যায়, তার আর মাত্র ছয় সপ্তাহ সময় আছে। ’

এছাড়া সম্প্রতি জবসকে দেখার পর একব্যক্তি জানান, ‘তিনি খুবই দুর্বল, হাঁটছিলেনও খুব দুর্বলভাবে, বয়স্ক মানুষের মতো। হাঁটার সময় তিনি শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছিলেন না। প্রতিবার পা ফেলতে যে তার কষ্ট হচ্ছে এটা তার মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল। ’ তবে তার নতুন ছবি সম্পর্কে অ্যাপেলের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

ছয়শ কোটি মার্কিন ডলারের মালিক অ্যাপেলের নির্বাহী কর্মকর্তা জবসের এটা তৃতীয় চিকিৎসা সংক্রান্ত ছুটি। গত সাত বছর ধরে তিনি দুর্লভ এ অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছেন এবং ২০০৯ সালে যকৃৎ প্রতিস্থাপন করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।