ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরেক মার্কিনিকে গ্রেপ্তারের দাবি পাকিস্তানির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

লাহোর: পাকিস্তানের মার্কিন দূতাবাসে কর্মরত আরেক মার্কিনিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক পাকিস্তানি। ওই ব্যক্তির আইনজীবী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।



রেমন্ড ডেভিসের মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দেওয়ার পর নতুন এ দাবি উত্থাপন করা হয়। গত মাসে লাহোরে দুজন পাকিস্তানিকে গুলি করে হত্যা করায় ডেভিসকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন বলে দাবি করে আসছেন এ মার্কিন কর্মকর্তা।

২৭ জানুয়ারি সংঘটিত এ ঘটনার সময় ডেভিসকে উদ্ধারে একটি মার্কিন গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হলে আইবাদ নামে একজন নিহত হন।

ওই গাড়ির চালকের গ্রেপ্তারের দাবি জানিয়ে আইবিদের ভাই ইজাজ-উর-রেহমান লাহোরের উচ্চ আদালতে আবেদন করেন বলে আইনজীবী নোমান আতিক জানান।  

তার মক্কেল ওই গাড়ির দাবি জানিয়েছেন বলে আতিক জানান। তখন দূতাবাসের এক কর্মী ওই গাড়িটি চালাচ্ছিলেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

আদালতে আপিল করার বিষয়ে রেহমান বলেন, ‘আমি আমার ভাইয়ের হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত চাই। এ অপরাধের জন্য দোষীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। ’

ডেভিসকে পাকিস্তানে থাকার দাবি জানিয়ে লাহোর, করাচি, পেশোয়ার এবং মুলতানে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। এসময় তাদের মার্কিন পতাকা ও টায়ার পোড়াতে দেখা যায়।

এদিকে ডেভিসকে কূটনীতিক সাহায্য দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিষয়টি আদালতেই নিষ্পত্তি হওয়া উচিত বলে জারিদারির সরকার থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।