ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইন: পার্ল স্কয়ার থেকে সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
বাহরাইন: পার্ল স্কয়ার থেকে সেনা প্রত্যাহার

মানামা: বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কয়ারে মোতায়েন করা সেনাবাহিনী ও সামরিক যান শনিবার প্রত্যাহার করা শুরু হয়েছে। এর আগে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ভয়াবহ হামলা চালায়।

 

বাইরাইনের প্রিন্স শেখ সালমান বিন হামাদ আল-খলিফার দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়, প্রিন্স সব সেনাকে বাহরাইনের রাস্তা থেকে প্রত্যাহার করে নেওয়ার আদেশ দিয়েছেন।

বাদশাহর দরবারের উত্তরসূরী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান হামাদ জানান, পুলিশ আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে থাকবে।

সামরিক যান প্রত্যাহার করে নেওয়ার পর পার্ল স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।