ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বসতি নির্মাণ: জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
ইসরায়েলি বসতি নির্মাণ: জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

কায়রো: ফিলিস্তিনের ভূ-খণ্ডে ইহুদি বসতি নির্মাণ শান্তির পথে বাধা--জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত এমন প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। খবর বিবিসির।



তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্যের সবাই এই প্রস্তাবে সমর্থন দেয় ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর প্রস্তাব অনুমোদন দিয়েছিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করল।

বারাক ওবামা প্রশাসন এবারই প্রথম ভেটো দিল। যদিও মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। ফিলিস্তিনের একজন কর্মকর্তা বলেন, শান্তি আলোচনা চলবে কি না তা পুনর্বিবেচনা করা হবে।    

ভেটো নিয়ে কংগ্রেস এবং ইসরায়েলের দিক থেকে খুবই চাপের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ।

বিবিসির বারবারা প্লেট জাতিসংঘ থেকে জানান, বারাক ওবামা প্রশাসনের ওই সিদ্ধান্ত আরব বিশ্বের জনগণকে ক্রদ্ধ করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজপথে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুযারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।