ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত সাগরে ৪ মার্কিন নাগরিকসহ নৌযান ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

ভারত সাগরে একটি নৌযান ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। এ সময় নৌযানটিতে চার মার্কিন নাগরিক ছিলেন বলে শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

খবর সিএনএনের।

আটক হওয়া চার মার্কিনীর পরিচয় এখনও জানা না গেলেও এস/ভি কোয়েস্ট নামের ওই নৌযানের মালিক জিন এবং স্কট অ্যাডাম নামের একটি কোম্পানি বলে জলদস্যুতা পর্যবেক্ষণ দল ইকোটেরা ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়।

তবে নৌযান ছিনতাই হওয়ার সময় অ্যাডামস পরিবার যানটিতে ছিলেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার ছিনতাই হওয়ার সময় নৌযানটি ভারত থেকে ওমান যাচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়।

ইকোটেরা ইন্টারন্যাশনাল জানায়, ‘ছিনতাইয়ের সময় অ্যাডাম দম্পতি যদি নৌযানটিতে থেকে থাকে তাহলে সাত বছর ধরে বিশ্ব ভ্রমণ করা এ দম্পতির জন্য এটা হবে একটি দুঃখজনক ঘটনা। ’ ২০০৪ সাল থেকে তারা এ বিশ্ব ভ্রমণ শুরু করেন।

এদিকে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বব প্রুচা বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি। ’

দুই দশক থেকে সোমালিয়ায় কার্যকর কোনো সরকার না থাকায় দেশটির উপকূলে জলদস্যুতা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ২০০৯ সালের এপ্রিলে ভারত সাগর থেকে জলদস্যুরা মার্কিন পতাকাবাহী মায়েরস্ক অ্যালাবামা নামের নৌযান ছিনতাই করে।

এ ঘটনায় তখন তিন জলদস্যু নিহত হয় এবং একজনকে গ্রেপ্তার করে ৩০ বছরেরও বেশি সময় কারাদ- দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।