ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্যাংকে জঙ্গি হামলা: নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

জালালাবাদ: আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি ব্যাংকে জঙ্গিদের হামলায় ১৮ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। প্রাদেশিক গভর্নর গুল আঘা শিরজাই এ তথ্য জানিয়েছেন।



নানগাহার প্রদেশের গভর্নর শিরজাই বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের ১৮ জন নাগরিক শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০ জন। ’

সাতজন আত্মঘাতী হামলাকারী বন্দুক ও গ্রেনেড নিয়ে এ হামলা চালায় বলেও শিরজাই জানান। হামলার সময় ঘটনাস্থলে থাকা বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক গুলি ও পাঁচবার বিস্ফোরণের শব্দ  শোনেন বলে জানিয়েছেন।

সশস্ত্র হামলাকারীরা কাবুলের ব্যাংকের একটি শাখায় ঢুকে গুলি করা শুরু করেন বলে স্থানীয় কর্মকর্তারা জানান। বর্তমানে নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে রেখেছেন।

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারিয়া বাসহারি বলেন, ‘ওই এলাকায় অভিযান চলছে এবং তা শেষ হলেই আমরা এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করবো। ’

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চল তুলনামূলক অনেক বেশি অশান্ত। এ এলাকায় শুক্রবারের এক হামলায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে খোস্ট জেলার পুলিশ সদর দপ্তরের সামনে গাড়ি বোমা হামলায় নয়জন নিহত হন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে তালেবানদের উচ্ছেদে দেশটিতে এক লাখ ৪০ হাজার আন্তর্জাতিক বাহিনী লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।