ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পার্ল স্কয়ারে ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা: সরকারকে সংস্কারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
পার্ল স্কয়ারে ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা: সরকারকে সংস্কারের আহ্বান

মানামা: বাহরাইনের মানামার পার্ল স্কয়ারে ফিরতে শুরু করেছেন সরকার বিরোধী বিক্ষাভকারীরা। সুন্নি শাসিত রাজ পরিবার থেকে বিরোধী শিয়াদের সঙ্গে কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়াসহ পার্ল স্কয়ার থেকে পুলিশ ও সেনাবাহিনী প্রত্যাহারের পর স্থানটিতে রোববার বিক্ষোভকারীদের সমাবেশ ঘটে।

   

অগণিত বিক্ষোভকারীর সঙ্গে পার্ল স্কয়ারে রাতব্যাপী অবস্থান করা তাহার নামের এক শিক্ষার্থী বলেন, ‘কোন রকমের সমস্যা ছাড়াই রাত পার করেছি। আমরা সারারাত নিরাপত্তা বাহিনীর বৃহস্পতিবার ভোর রাতের মতো আর কোনো আকস্মিক হামলার আতঙ্কে ছিলাম। ’

১৪ ফেব্রুয়ারি থেকে এ চত্ত্বরটি সরকার বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হয়। কিন্তু সপ্তাহব্যাপী চলা শান্তিপূর্ণ এ বিক্ষোভে বৃহস্পতিবার আকস্মিক পুলিশি হামলায় চারজন নিহত হন।

তবে বৃহস্পতিবারের এ অতর্কিত হামলার পর মোতায়েন করা সেনাবাহিনীকে শনিবার পার্ল স্কয়ার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এর পরই আবারও বিক্ষোভকারীরা পার্ল স্কয়ারে ফিরতে শুরু করেন।

এ সময় দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু সেনা বাহিনীর উপ প্রধান এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামিদ আল- খলিফা পুলিশ ও সেনাবাহিনীতে চত্ত্বরটি থেকে সরে যাওয়ার নির্দেশ পর তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।