ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় আবারও পাঁচ বছরের জন্য জয়ী মুসেভিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
উগান্ডায় আবারও পাঁচ বছরের জন্য জয়ী মুসেভিনি

কামপালা: উগান্ডার প্রেসিডেন্ট ইয়ুওয়েরি মুসেভিনি আবারও পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন রোববার ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা মুসেভিনিকে নির্বাচিত ঘোষণা করেন।

তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে দেশের বিরোধী দল।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাদরু কিগুনদু বলেন, ‘কমিশন ইয়ুওয়েরি মুসেভিনিকে রিপাবলিক অব উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। ’

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করা হয়।

পূর্ব আফ্রিকার এ দেশটিতে মুসেভিনি ৬৮ দশমিক ৩৮ শতাংশ ভোটে জয় লাভ করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

মুসেভিনির প্রধান প্রতিদ্বন্ধী এবং ইন্টার পার্টি কোঅপারেশনের (আইপিসি) নেতা কিজ্জা বেসিগিয়ে মাত্র ২৬ দশমিক শূন্য এক শতাংশ ভোট পেয়ে তৃতীয় বারের মত নির্বাচনে পরাজিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।