ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সানায় শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
সানায় শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ

সানা: ইয়েমেনের রাজধানী সানায় রোববার অষ্টম দিনের মত শিক্ষার্থীরা সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এ লক্ষ্যে সানা বিশ্ববিদ্যালয়ের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হন।

বার্তাসংস্থা এএফপির সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর পতনের দাবি জানান।

একইসঙ্গে শখানেক সরকারপন্থীও রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশ বেষ্টনি দিয়ে দু’দলকে আলাদা করে রাখে।

গত সপ্তাহে একই ধরনের বিক্ষোভে সরকার পন্থী ও বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।

এছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আদেনেও সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের হাতে কমপক্ষে ১০ জন নিহত হন।

রোববার দক্ষিণাংশের প্রধান নেতা হাসান বায়ুম আদেনে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার ছেলে এ তথ্য জানান।

১৯৯০ সালে ইয়েমেনের উত্তর ও দক্ষিণ একত্রিত হওয়ার পর থেকে সরকার সম্পদ বন্টনের ক্ষেত্রে সরকার বৈষম্য করছে বলে দক্ষিণের বাসিন্দারা অভিযোগ করে আসছেন।

এক গৃহযুদ্ধের পর ১৯৯৪ সালে দক্ষিণ আবারও উত্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে উত্তরের সেনারা ক্ষমতা দখলের পর এ যুদ্ধ শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।