ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলা: কাসাবের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
মুম্বাই হামলা: কাসাবের মৃত্যুদণ্ড বহাল

মুম্বাই: ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে ২০০৮ এ সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমাল কাসাবের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে মুম্বাই আদালত।

রায়ের বিরুদ্ধে তার করা আবেদন খারিজ করে দিয়ে বিচারক বলেন, মোহাম্মদ আজমাল আমীর কাসাব বহুজনকে হত্যা এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

     

গত বছরের মে মাসে নিম্ন আদালত কাসাবকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

কাসাব এবং তার অন্য নয় সহযোগী মুম্বাইয়ে ওই হামলা চালালে একশ ৭০জনের বেশি লোক  প্রাণ হারায়
মুম্বাইয়ের উচ্চ আদালত রায় ঘোষণার পর বলে,কাসাব চাইলে ভারতীয় সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে এবং সে যদি তা করতে চায় তাহলে তাকে সব ধরণের আইনি সহযোগিতা দেয়া হবে।  

নিম্ন আদালতের রায় বহাল রেখে বিচারক রঞ্জনা দেশাই এবং রঞ্চিত দেশ মোরে  তাদের রায়ের ব্যাখায় বলেন,এটা পূর্ব পরিকল্পিত একটি নৃশংস হত্যাকান্ড এবং সমাজের জন্য হুমকিস্বরূপ।

রায়ে আদালত বলে, কাসাব সরাসরি ৭ জনকে হত্যা করেছেন,এবং আরো ৬৬ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিল।
২০০৮ এর ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে কাসাব এবং তার আরো নয় সহযোগী বন্দুকধারী হামলা চালায়। এতে কাসাবই একমাত্র জীবিত হামলাকারী।

বাংলাদেশ সময়:১৪০১ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।