ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ সেনার কৃত্রিম হাত

আন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
ব্রিটিশ সেনার কৃত্রিম হাত

লন্ডন: ব্রিটিশ সেনা অ্যান্ড্রু গার্থওয়েট আফগানিস্তানে দায়িত্ব পালনকালে ২০০৯ এর সেপ্টেম্বরে রকেট হামলায় তার ডান হাত হারান। পরে অবশ্য কৃত্রিম হাতের সহায়তার তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন বলে জানা গেছে।



গার্থওয়েট প্রথম ব্রিটিশ সেনা যিনি কৃত্রিম হাত ব্যবহার করে আগের মতোই কাজ করতে পারছেন। হামলায় অন্য সেনারা সবাই নিহত হলেও গার্থওয়েট (২৩) প্রাণে বেঁচে যান। কেবল হারান তার ডান হাতটি।

গার্থওয়েট বার্মিংহামের কুইন এলিজাবেথ অ্যান্ড সিলি ওয়েক হাসপাতালে চিকিৎসা নেন। এখানেই তার কৃত্রিম হাতটি স্থাপন করা হয়েছে।

ব্রিটিশ ফোর্সেস ব্রডকাস্টিং সার্ভিসকে (বিএফবিএস) তিনি বলেন, ‘আঘাত পাওয়ার প্রথম যখন ওই হাসপাতালে ভর্তি হই শঙ্কার মধ্যে ছিলাম, আমি কি আবার আগের মতো সাইকেল চালাতে পারব!’

হাসপাতালের একজন চিকিৎসক একদিন বললেন, ‘আমি তোমার জন্য একটা নতুন হাত এনেছি, একটা অস্ত্রোপচার করার পর এই হাতটা তোমার শরীরে প্রতিস্থাপন করবো। এটা স্বাভাবিক হাতের মতো না হলেও কাজ চালিয়ে যেতে তোমার সমস্যা হবে না। ’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘সেনাদের চিকিৎসার জন্য আমরা সব কিছু করার চেষ্টা করছি। ’

হাত পা খুইয়ে ফেলা সেনাদের জন্য প্রসথেটিক টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম হাত-পা সংযোজন করে অনেক সেনা স্বাভাবিকের চেয়ে খানিক কম হলেও ভালো থাকবেন। গার্থিওয়েটের প্রসথেটিক হাত যদি সফল প্রমাণিত হয় তাহলে তা অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।

বালাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।