ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফি

দেশ ত্যাগের খবর শুধুই গুজব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
দেশ ত্যাগের খবর শুধুই গুজব

ত্রিপোলি: কঠোর আন্দোলনের মুখে দেশ ত্যাগের খবরকে গুজব এবং বিরোধী গণমাধ্যমের প্রচারণা বলে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মন্তব্য করেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। খবর বিবিসি ও আলজাজিরা।



রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি ত্রিপোলিতেই আছি, ভেনেজুয়েলায় পালিয়ে যাইনি। ’

এর আগে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, গাদ্দাফি তার দেশ ছেড়ে ভেনিজুয়েলার উদ্দেশে রওনা হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের চলমান সংঘর্ষের মধ্যে গাদ্দাফি জনগণের উদ্দেশে ভাষণ দেন।

এ আগে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি দেশ ত্যাগ করেছেন বলে একাধিক অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের খরব বরাবরই অস্বীকার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স তার খবরে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগের বরাত দিয়ে জানিয়েছে, ‘তার কাছে তথ্য আছে গাদ্দাফি লিবিয়া ত্যাগ করেছেন এবং ভেনিজুয়েলায় যাচ্ছেন।

তবে আলজাজিরা জানিয়েছে, ভেনিজুয়েলার সরকার এবং লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এ ধররের খবর অস্বীকার করেছেন।

এদিকে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ব্যাপক সংঘর্ষ চলছে। সেখানে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছে বলে আলজাজিরাকে জানিয়েছে সেখানকার একাধিক রাজনীতিবিদ ও বাসিন্দারা।

এদিকে লিবিয়ার একটি স্থানীয় সংবাদপত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, লিবিয়ার বিচারমন্ত্রী মুস্তফা আবদেল জলিল আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলে মন্ত্রিসভা  থেকে পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের পক্ষ নিয়েছেন।

আহম্মেদ জিব্রাইল নামে এক লিবিয়ান কূটনীতিক আলজাজিরার কাছে এ খবরের সত্যতা স্বীকার করেছেন।

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে লিবিয়াতে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত কয়েকদিনে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। কেবল সোমবার এ সংখ্যা ৬১ বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফের্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।