ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চামচের আঘাতেই বাঘ কুপোকাত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
চামচের আঘাতেই বাঘ কুপোকাত!

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় এক বীরাঙ্গনা নারী চামচ দিয়ে আঘাত করে এক বাঘকে পরাজিত করেন এবং মৃত্যুর হাত থেকে নিজ স্বামীকে রক্ষা করেন।

শনিবার একটি বনে তার স্বামী বনে কাজ করছিলেন।

এ সময় একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ থেকে হান বেসাউ (৫৫) একটি চামচ নিয়ে এগিয়ে আসেন। এটা দিয়েই বাঘের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েন। আর তাতেই স্বামী তামবান গেদিউ মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

একটি গাছে ওঠার চেষ্টা করলে বাঘ তাকে আক্রমণ করে। এ সময় হান তার কাঠের বড় চামচ দিয়ে বাঘটির মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত না বাঘটি দৌড়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা,ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।