ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘গাদ্দাফিকে হত্যা করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
‘গাদ্দাফিকে হত্যা করা উচিত’

দোহা: লিবিয়াকে মুয়াম্মার গাদ্দাফির স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করতে সেনাবাহিনীর উচিৎ তাকে গুলি করে হত্যা করা। এ কাজটি করার মতো কোনো সেনা সদস্যকে কাজটি এখনই করার বিষয়ে সোমবার ফতোয়া জারি করেন প্রভাবশালী মুসলিম ইমাম ইউসুফ আল-কারাদাবি।



মিশরীয় বংশোদ্ভূত এবং কাতারে বসবাস করা এ ইমাম আল-জাজিরা টেলিভিশনকে বলেন, ‘লিবিয়ার কোনো সেনা সদস্যদের যদি গাদ্দাফিকে গুলি করা সম্ভব হয় তাহলে এখনই তার এটা করা উচিত। ’

একইসঙ্গে জনগণের ওপর হামলার নির্দেশ অমান্য করার জন্য সেনাবাহিনীকে এবং গাদ্দাফি সরকারকে সহযোগিতা না করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত লিবিয়ার রাষ্ট্রদূতদের প্রতিও আহ্বান জানান তিনি।

আলজাজিরা টেলিভিশনে ধর্মীয় বার্তা প্রকাশের জন্য মধ্যপ্রাচ্যে কারাদাবি খুবই বিখ্যাত ব্যক্তিত্ব। এর আগে তিনি নির্দিষ্ট কিছু মুসলিমদের সংগঠিত সহিংসতার প্রতি সমর্থন জানান।

এছাড়া তিনি ফিলিস্তিনিদের ইসরায়েলে আত্মঘাতী হামলার অনুমতি দেন। এ কারণে কারাদাবি সন্ত্রাসবাদকে সমর্থন করেন বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে। এ কারণে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার অনুমতি দেয়নি।

মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা এবং কাতারে দীর্ঘদিন বসবাসকারী এ ইমাম একইসঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারেরও প্রধান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।