ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালি জলদস্যুর হাতে ৪ মার্কিন নাগরিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
সোমালি জলদস্যুর হাতে ৪ মার্কিন নাগরিক খুন

ওয়াশিংটন: ওমানের উপকূলে ছিনতাই হওয়া নৌযানের চার মার্কিনীকে খুন করেছে সোমালি জলদুস্যরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।



ওই মন্ত্রণালয় জানায়, মার্কিন সেনাবাহিনী ছিনতাই হওয়া নৌযানটির পেছনে অনুসরণ করার সময় তারা গুলির শব্দ শোনে এবং সেখানে পৌঁছানোর পর সবাইকে মৃতাবস্থায় পায়।

গত শুক্রবার এস/ভি কোয়েস্ট নৌযানটি ছিনতাই হয়। এতে ছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্কট অ্যাডাম ও জিন অ্যাডাম দম্পত্তি। তারাই নৌযানটির মালিক। এদের হত্যা করার সঙ্গে সঙ্গে জলদস্যুরা ফিলিস ম্যাকে ও বব রিগলকেও খুন করে।

একটি বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিরীহ এসব লোকের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।