ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভূমিকম্প: মৃত ও নিখোঁজ ৪০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১
নিউজিল্যান্ডে ভূমিকম্প: মৃত ও নিখোঁজ ৪০০

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ভূমিকম্পের ঘটনায় মৃত ও নিখোঁজ লোকজনের সংখ্যা প্রায় ৪০০ বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বিবিসি ও এএফপির।



তবে বিবিসির প্রতিবেদনে মৃত ব্যক্তির সংখ্যা ৭৫ এবং নিখোঁজ লোকজনের ৩০০ বলে উল্লেখ করা হয়েছে।

দেশটির ৮০ বছরের ইতিহাসে ভয়াবহ এ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী জন কি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চ মৃত্যু ও ধ্বংসের অঞ্চলে পরিণত হয়েছে। মঙ্গলবার রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ঘটনায় রাস্তাঘাট, দালানকোঠা, ভবনসহ নানা স্থাপনা ভেঙে চুরমার হয়ে গেছে।

উদ্ধারকর্মীরা দিনরাত পরিশ্রম করে নিমেষেই ধ্বংসস্তুপে পরিণত হওয়া ওই শহর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রাইস্টচার্চের অধিবাসী টম ব্রিটেনডেন বলেন, শহরের ক্যাশেল সেন্ট মলে তিনি একজন নারীকে মারা যেতে দেখেছেন। এ সময় ওই নারীর কোলে তার সন্তান থাকলেও শিশুটি বেঁচে গেছে। তিনি বলেন, ‘আমরা তাকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলার চেষ্টা করেছি, পারিনি। ’

পুলিশ সুপারিনটেনডেন্ট রাসেল গিবসন সতর্ক করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধসে যাওয়া ভবনের নিচে জীবনের কোনো চিহ্ন আছে কি না তা জানতে পাঁচ শতাধিক উদ্ধারকর্মী কাজ করছে।

তিনি রেডিও নিউজিল্যান্ডকে বলেন, ‘রাতভর ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। রাস্তায় মৃতদেহ পড়ে আছে। গাড়িতে, চুনসুড়কির নিচে অনেকে আটকা পড়েছে, মারা গেছে। ’

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পপ্রবণ ‘আগুনের গোলা’য় নিউজিল্যান্ডের অবস্থান। এখানে বছরে ১৪ হাজারের বেশি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে ২০টি ভূমিকম্প রিখটার স্কেলে ৫ মাত্রার ওপরে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।