ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১
লিবিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

নিউইয়র্ক: লিবিয়ার চলমান সঙ্কটে সরকারের সহিংস প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

খবর বিবিসির।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে পরিষদের সদস্য দেশের প্রতিনিধিরা এ নিন্দা জানান।

এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যতো শিগগির সম্ভব সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে। জনগণের যৌক্তিক দাবি মেনে নিতে লিবিয়ার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে পরিষদের সদস্যরা।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) হিসাব অনুযায়ী গত তিন দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৩০০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার এক টিভি বক্তৃতায় কর্নেল গাদ্দাফি বিক্ষোভকারীদের ষড়যন্ত্রকারী উল্লেখ করে এসব ‘তেলাপোকা’ এবং ‘ইুঁদুরগুলোকে’ গুলি করে হত্যার নির্দেশ দেন।

তিনি বলেন, যে কেউ লিবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে।

জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এর আগে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেল ফাত্তাহ ইউনেস পদত্যাগ করেছেন। এছাড়া বিভিন্ন দেশে নিয়োজিত লিবিয়ার কূটনীতিকরা একের পর এক পদত্যাগ করছেন। এর মধ্যে  রয়েছেন- চীন, ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত।

দীর্ঘ ৪১ বছর মতায় থাকা গাদ্দাফির অপসারনের দাবিতে জনগণ বিক্ষোভ করছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় সহস্রাধিক আহত এবং তিন শতাধিক আন্দোলনকারী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।