ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার আরও তিন রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

জাকার্তা: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাই এ কর্মরত লিবিয়ার রাষ্ট্রদূতেরা পদত্যাগ করেছেন। লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মের গাদ্দাফির পতনের দাবিতে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগ করেন বলে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।



এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি তার পরিবারের জন্য চিন্তিত বলে ইন্দোনেশিয়ায় কর্মরত লিবিয়ার রাষ্ট্রদূত সালাহেদিন এম. বিসহারি জাকার্তা পোস্ট সংবাদপত্রকে জানান। বিসহারির পরিবার বর্তমানে লিবিয়ায় বসবাস করছে।

তিনি বলেন, ‘সেনাবাহিনী নিরস্ত্র বেসামরিক নাগরিককে নির্দয়ভাবে হত্যা করছে। নিজ দেশের জনগণের বিপক্ষে তারা ভারি অস্ত্র, যুদ্ধ বিমান এবং যোদ্ধাদের ব্যবহার করছে। এটা অপ্রত্যাশিত। যথেষ্ট হয়েছে, আমি এটা আর সহ্য করবো না। আমার দেশের এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। ’

এ প্রতিবেদন বিষয়ে মন্তব্য করার জন্য রাষ্ট্রদূতকে পাওয়া না গেলেও তার পদত্যাগের ঘটনা সরকারকে জানানোর বিষয়টি  ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বেসামরিক নাগরিকের উপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে নিহতদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।

এ সহিংসতায় গত সপ্তাহে ৩০০ জন নিহত হয়েছেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়। তবে নিহতের সংখ্যা চার শতাধিক বলে মানবাধিকার সংস্থা থেকে দাবি করা হয়। তবে ইতালি জানাচ্ছে, এ সংখ্যা এক হাজার।

কিন্তু শহীদ হলেও ক্ষমতা ছাড়বেন বলে আরব বিশ্বের দীর্ঘদিনের স্বৈরশাসক গাদ্দাফি অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।