ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়িষ্যা: কালেক্টরকে মুক্তি দিতে মাওবাদীদের নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
উড়িষ্যা: কালেক্টরকে মুক্তি দিতে মাওবাদীদের নতুন শর্ত

ভুবেনশ্বর: ভারতের উড়িষ্যা রাজ্যের মালকানগিরি শহরের কালেক্টর ভিনিল কৃষ্ণার মুক্তির জন্য নতুন করে শর্ত আরোপ করেছে মাওবাদীরা। খবর এনডিটিভির।



উড়িষ্যাতে মাওবাদীদের জিম্মায় আট দিন ধরে আটক আছেন ভিনিল কৃষ্ণা। সরকার এবং মাওবাদীদের মধ্যে ব্যাপক আলোচনার পরে সিদ্ধান্ত হয় যে কৃষ্ণা মঙ্গলবার রাতে মুুক্তি পাবে। তার সঙ্গে জুনিয়র প্রকৌশলী পবিত্র মাঝিকেও মুক্তি দেওয়া হবে। কিন্তু ভিনিলকে আটকে রেখে মাওবাদীরা বুধবার রাতে পবিত্র মাঝিকে মুক্তি দেয়।

গত ১৬ ফেব্রুয়ারি তাদের অপহরণ করা হয়।

মাওবাদীরা নতুন করে শর্ত আরোপ করে বলেছে, কারাগারে আটক তাদের পাঁচ নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কৃষ্ণাকে ছাড়বে না।

মাওবাদীদের হাত থেকে মুক্ত হয়ে বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসে পবিত্র মাঝি। তিনি মাওবাদীদের কাছ থেকে একটি চিঠি নিয়ে আসেন।

এ ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে তিনজনকে নিয়োগ দেয় ভারত সরকার। মধ্যস্থতাকারী দলের প্রধান অধ্যাপক জি হরগোপাল বলেন, নতুন এ দাবি বিষয়টিকে আরও জটিল করে তুলবে। মধ্যস্থতাকারীরা  জরুরি ভিত্তিতে কালেক্টরের মুক্তি দাবি করছে।

বাংলাদেশ সময় ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।