ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া বিষয়ে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে ওবামার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
লিবিয়া বিষয়ে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে ওবামার আহ্বান

ওয়াশিংটন: লিবিয়ায় চলমান বিক্ষোভে আন্দোনলকারীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

লিবিয়ায় বিক্ষোভবারীদের ওপর নিবির্চারে হামলা চালানো প্রসঙ্গে হোয়াইট হাউসে ওবামা বলেন, ‘এটি অত্যন্ত জঘন্য ঘটনা।

কিছুতেই তা মেনে নেওয়া যায় না। ’

দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির সমর্থক ও সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছেন বলে বুধবার লিবিয়ার সাবেক মন্ত্রী উল্লেখ করেছেন।

এদিকে, গাদ্দাফির প্রভাবশালী ছেলে সাদি গাদ্দাফি বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সেনাবাহিনী এখনো খুব শক্তিশালী। আমরা যদি শুনতে পায়, তবে সেনা পাঠাবো, আর তাদের দেখলে জনগণ ভয় পেয়ে যাবে। ’

অব্যাহত সহিংসতার ফলে বুধবার দিনের শেষে যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রিটেনসহ অন্যান্য দেশও লিবিয়া থেকে নিজ দেশের জনগণকে বিমান ও জাহাজ পাঠিয়ে ফিরিয়ে আনতে শুরু করেছে। লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির চার দশকের শাসনের অবসানের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।