ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্প বিধ্বস্ত নিউজিল্যান্ডে নিহতের সংখ্যা ১১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
ভূমিকম্প বিধ্বস্ত নিউজিল্যান্ডে নিহতের সংখ্যা ১১৩

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের চতুর্থ দিন শুক্রবার উদ্ধারকর্মীরা আবারও ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। কিন্তু অনেক মৃতদেহ উদ্ধার করা হলেও জীবিত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানা যায়।



এদিকে নতুন এ উদ্ধার তৎপরতার পর নিহতের সংখ্যা বর্তমানে ১১৩ জনে পৌঁছেছে।

দেশটির প্রধানমন্ত্রী জন কি বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য এটি একটি খুবই শোকের দিন। ’

তবে তিনি আরও বলেন, মঙ্গলবার সংঘটিত ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর কারও জীবিত থাকার সম্ভবনা নেই বলে এখনই হাল ছেড়ে দিতে নারাজ উদ্ধারকর্মীরা।

রেডিও টেলিভিশনকে তিনি বলেন, ‘এখনও কেউ বেঁচে আছেন বা বিধ্বস্ত ভবনের মধ্যে আটকে আছেন এ আশায় আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। ’

ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের অস্থায়ী মর্গে রাখা হচ্ছে বলে পুলিশ জানায়। তবে ২২৮ জন নিখোঁজ হওয়ার সংবাদ অপরিবর্তিত আছে।

সুপারিনন্টেডেন্ট রাসেল গিবসন টিভিএনএজকে বলেন, ‘রাতে কাউকে উদ্ধার করা হয়নি। মৃতদেহের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তা তালিকায় যোগ করা হচ্ছে। ’

অস্ট্রেলিয়া এবং জাপানের উদ্ধারকর্মীরা তাদের সাহায্য করছেন এবং এখনও তারা কারও জীবিত থাকার বিষয়ে আশাবাদী বলেও গিবসন জানান।

এদিকে শহরের সবচেয়ে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করায় নিহতের সংখ্যা আরও ব্যাপক হারে বাড়তে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রী জন কার্টার জানান।

একইসঙ্গে ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চে শুরু হওয়া লুটপাট শক্ত হাতে প্রতিহত করারও অঙ্গীকার করেন মন্ত্রী।

নিহতের মধ্যে নারী ও শিশুসহ জাপান, চীন, ফিলিপাইন, ব্রিটেনের নাগরিকও আছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।