ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার

লন্ডন: বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার উদ্ভাবন করেছেন, যা গ্লুকোমা (চোখে কম দেখা রোগ) চিকিৎসায় সহায়তা করবে। খবর ডেইলি মেইলের।



কম্পিউটারটির আয়তন মাত্র এক বর্গ মিলিমিটার। ক্ষুদ্র এ বস্তুটি গ্লুকোমা আক্রান্ত রোগির চোখে স্থাপন করা হবে।

ক্ষুদ্র হলেও এর ভেতরে একটি মাইক্রোপ্রসেসর, সেন্সর, মেমরি, পাতলা ফিল্ম ব্যাটারি, সোলার সেল এবং অ্যান্টেনাসহ ওয়ারলেস রেডিও, যা বাইরে তথ্য স্থানান্তর করতে পারবে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কম্পিউটারটির উন্নয়নে কাজ করেছেন। গবেষকদের নাম এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে তাদের নাম বাণিজ্যিকভাবে প্রচার করা হবে। এই আবিষ্কার কম্পিউটার শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও ভাবা হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, এ ধরনের কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে দূষণ, কাঠামো সমন্বয় পর্যবেক্ষণ, নজরদারি করা সম্ভব হবে। তাদের মতে, ‘পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মিলিমিটার মাপের ব্যবস্থা বিকাশ করা, যা আমাদের শরীর, পরিবেশ ও ভবন পর্যবেক্ষণে প্রয়োগ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।