ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূপাতিত এমএইচ১৭

বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলো সিঙ্গাপুর এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলো সিঙ্গাপুর এয়ারলাইন্স

ঢাকা: যাত্রীবাহী মালয়েশীয় উড়োহাজাজ ভূপাতিত হওয়ার পর এ নিয়ে অসংবেদনশীল মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স (সিয়া)।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ৭৭৭-২০০ উড়োজাহাজটি ভূপাতিত হওয়ার পর শুক্রবার নিজেদের ফেসবুক ও টুইটার পেজে একটি আপডেট দেয় সিয়া।



আপডেট পোস্টে বলা হয়, ‘যাত্রীরা জানতে ইচ্ছুক হবেন যে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোনো ফ্লাইট ইউক্রেনের ‍আকাশসীমা দিয়ে উড়ছে না। ’

সিয়া’র এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের প্রকাশ ঘটায়।

মাইকেল রেইফ নামে এক ব্যক্তি এই পোস্টের কমেন্টে জবাব দেন, ‘এরকম ভয়ংকর ঘটনা নিয়ে এ কেমন বক্তব্য, এ  আপডেট কোনো মানের নয়!’

রেইফের মতো অনেকেই এ পোস্টের নিন্দা জানান। অবশ্য কয়েকজন সিয়া’র আপডেটের পক্ষেও মন্তব্য করেন।

কয়েকজনের অভিমত ছিল, সম্ভবত এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের নিরাপত্তা ও ফ্লাইট রুটের ব্যাপারে জানাতে এ পোস্ট দিয়েছে।

এ রকম বিতর্ক ছড়িয়ে পড়ায় শনিবার বিকেলে ফেসবুকে আরেকটি পোস্টে সিয়া’র পক্ষ থেকে বলা হয়, ‘শুক্রবার সকালে আমাদের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে দেওয়‍া একটি ‍আপডেট সম্ভবত কারও কাছে অসংবেদনশীল মনে হয়েছে। আমরা স্বীকার করছি কথাগুলো আরও বেশি সহজ ও সংযোগপূর্ণ হতে পারতো। এটা যদি কাউকে আঘাত করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ’

সিয়া’র পক্ষ থেকে আরও বলা হয়, ‘দুর্ঘটনার পর আমাদের এয়ারলাইন্সের ফ্লাইট সম্পর্কে গ্রাহকরা আগ্রহ প্রকাশ করেছিলেন বলেই এ ধরনের পোস্ট দিয়েছি। ’

বৃহস্পতিবার নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালামপুরগামী ২৯৮ যাত্রীবাহী উড়োজাহাজটি ইউক্রেন-রুশ সীমান্তের দোনেৎস্ক এলাকায় বিধ্বস্ত হয়। পশ্চিমাদের ধারণা, এটি  রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা মস্কোর মদতেই ভূপাতিত করেছে। তবে রাশিয়ানরা পাল্টা এজন্য কিয়েভ সরকারকে দোষী মনে করছে।

আন্তর্জাতিক প্রতিনিধিরা বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এ বিষয়ে তদন্ত কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার প্রয়োজন মনে করছে বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।