ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বিরুদ্ধে অবরোধ বিক্ষোভকারীদের জন্য নৈতিক সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
গাদ্দাফির বিরুদ্ধে অবরোধ বিক্ষোভকারীদের জন্য নৈতিক সমর্থন

জাতিসংঘ: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মের গাদ্দাফির বিরুদ্ধে অবরোধ আরোপের মধ্য দিয়ে সরকার বিরোধীদের নৈতিক সমর্থন দিয়েছে। জাতিসংঘে লিবিয়ার এক জেষ্ঠ্য কূটনীতিক শনিবার আরোপিত এ অবরোধ বিষয়ে এ মন্তব্য করেন।



অন্যান্যদের মধ্যে জাতিসংঘের সহকারী কূটনীতিক ইব্রাহিম দাব্বাশিও প্রথম গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নেন। ফ্যাসিবাদী এ দেশটি এর বৈধতা হারিয়েছে বলে জাতিসংঘের ১৫ জাতিকে দাব্বাশি বলেন।  

বক্তব্যে ১৯৭০ সালে অবরোধ বিষয়ক আইন পাস করার কারণে ধন্যবাদ জানিয়ে দাব্বাশি বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে এ আইনের মধ্য দিয়ে গাদ্দাফির সরকারের উপর অবরোধ আরোপ করা আদতে এ স্বৈরশাসক এবং তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা বিক্ষোভকারীদের জন্য এক প্রকার নৈতিক সমর্থন। ’

‘তিনি এমন এক নেতা যে শুধু নিজেকে ভালবাসেন এবং নিজের জনগণের উপর দমন পীড়ন অব্যাহত রাখার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারেন। ’

লিবিয়ায় সংঘটিত সহিংসতায় এ পর্যন্ত ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে এর আগে দাব্বাশি সাংবাদিকদের জানান। একইসঙ্গে তিনি দেশের সেনাবাহিনীকে গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, ‘তাদের গাদ্দাফিকে নয় বরং দেশের জনগণকে সমর্থন করা উচিত এবং এ অপরাধী নেতার আর কোনো অপরাধ ও হত্যাকান্ডের সঙ্গে জড়ানো উচিত নয়। ”

একইসঙ্গে এ কূটনীতিক সাবেক বিচারক মোস্তফা আব্দেল জলিলের প্রতিও পূর্ণ সমর্থন জানান। এর আগে জলিল লিবিয়ায় অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।