ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ার প্রচারণার বিরুদ্ধে উ. কোরিয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
দ. কোরিয়ার প্রচারণার বিরুদ্ধে উ. কোরিয়ার হুমকি

সিউল: প্রচারণা লিফলেট বিলি করতে থাকলে দক্ষিণ কোরিয়ার সীমান্ত বরাবর সরাসরি গুলি চালানো হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসির।



দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক মিশর বিপ্লবের তথ্য সমৃদ্ধ লিফলেট ও ডিভিডি বেলুনে বেঁধে তা উড়িয়ে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার ভেতরে ছেড়ে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘এখনই মনস্তাত্ত্বিক লড়াই লড়াই থামানো উচিৎ দক্ষিণের। ’

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে দক্ষিণের বাৎসরিক সামরিক মহড়া শুরুর একদিন আগে সিউল এ হুমকি দিল।

উত্তর কোরিয়া জানায়, ‘দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের (উ. কোরিয়া) বিরুদ্ধে মনস্তাত্ত্বিক ষড়যন্ত্রসহ  কোরীয় উপদ্বীপকে মুখোমুখি যুদ্ধ বাধানোর দিকে নিয়ে যাচ্ছে। ’

দক্ষিণ কোরিয়া বেলুনের সঙ্গে খাদ্য, কাপড়, রেডিও প্রভৃতি জিনিস বেলুনের সঙ্গে বেঁধে উত্তরের সীমান্তের ভেতরে পাঠাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।