ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন গাদ্দাফি বিরোধী বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন গাদ্দাফি বিরোধী বিক্ষোভকারীরা

বেনগাজি: লিবিয়ার বিক্ষোভকারীরা রোববার দেশটির পশ্চিমের আজ-জাবিয়া শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একই দিনে সাংবাদিকদের সামনে শহরের হাজার হাজার বিক্ষোভকারী লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ করেন।

খবর এএফপির।

সাংবাদিকরা এ সময় শহরের শহীদ চত্ত্বরে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে স্বাগত জানান। এ সময় বিক্ষোভকারীরা ‘এ রাজ্যের পতনের মধ্য দিয়ে আমরা মুক্তি চাই’ বলে স্লোগান দিচ্ছিলেন।

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে সশস্ত্র ছিলেন এবং অনেকে ফাঁকা গুলি করছিলেন। এ সময় শহরে লিবিয়ার কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যদের চোখে পড়েনি।     

গাদ্দাফির চার দশকের শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে সরকার পন্থীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে এ শহরে ৩৫ জনেরও বেশি নিহত হন বলে লিবিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়।

গত সপ্তাহে গাদ্দাফির বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হওয়ায় এ নেতা ওই শহরের বাসিন্দাদের আল- কায়েদার অনুচর এবং মাদকাসক্ত বলে অভিযোগ করেন্

আল- জাবিয়া দেশটির মধ্যবিত্তদের একটি শহর। শহরটিতে গাদ্দাফির সেনাবাহিনীর অনেক কর্মকর্তার বসবাস। একইসঙ্গে এটি দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্র।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।