ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে প্রগতিশীলদের সংস্কারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
সৌদি আরবে প্রগতিশীলদের সংস্কারের আহ্বান

রিয়াদ: সৌদি আরবে ‘সাংবিধানিক রাজতন্ত্র’ চালুসহ ব্যাপক সংস্কারের আহবান জানিয়েছেন দেশটির ১০০শ’রও বেশি শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ী। রোববার ইন্টারনেটে পাঠানো এক বার্তায় তারা রণশীল সৌদি কর্তৃপরে কাছে এই আহবান জানান।



কিং সৌদ বিশ্বদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং আবেদনপত্রে ১২৩ স্বারকারীদের একজন খালেদ আল- দাখিল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘পরবর্তীতে আমরা রাজা আব্দুল্লাহর কাছে এ অনুরোধ জানাবো। এসব সংস্কার বাস্তবায়িত হবে বলে আমরা অত্যন্ত আশাবাদী । এখনই সঠিক সময়। ’

ইন্টারনেটে পোস্ট করা এ আবেদপত্রে নির্বাচন এবং সাংবিধানিক রাজতন্ত্র গঠনের সঙ্গে সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।

২০০৩-২০০৪ সালে এই একই ধরনের দাবি জানানো হলে তখন অনেককে গ্রেপ্তার করা হয়।    

সৌদি আরবে বিশ্বের মোট তেলের এক তৃতীয়াংশের মজুদ আছে। কিন্তু এ রাজ্যে তরুণদের মধ্যে বেকারত্বের হার ১০ শতাংশ এবং নারীদের ব্যাপকভাবে বাইরের কাজ থেকে বিরত রাখা হয়।

তবে বর্তমানে এর প্রতিবাদে আরব বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও জনগণের মধ্যে ক্ষোভ ঘনীভূত হতে দেখা যাচ্ছে।

এর অংশ হিসেবেই বর্তমানে দেশটিতে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সংস্কারের দাবিতে ফেসবুকের একটি পাতা উৎসর্গ করা হয়েছে। এরই মধ্যে এ পাতাটি ১০ হাজার ভক্তকে আকর্ষণে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।