ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি ফুটবলারদের ওপর ফিলিস্তিনপন্থিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
ইসরায়েলি ফুটবলারদের ওপর ফিলিস্তিনপন্থিদের হামলা

ঢাকা: অস্ট্রিয়ায় ফ্রান্সের ফুটবল ক্লাব লিল’র সঙ্গে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফা’র একটি প্রাক-মৌসুম ম্যাচ চলাকালে হামলা চালিয়েছে তুর্কি বংশোদ্ভূত ফিলিস্তিনপন্থিরা। এসময় তারা বেশ ক’জন ইসরায়েলি ফুটবলারকে বেধড়ক পিটুনি দেয়।

তবে পরবর্তী সময়ে হামলকারীদের পাল্টা পিটুনি দেয় ইসরায়েলি ফুটবলাররা।

অস্ট্রিয়ার একটি স্টেডিয়ামে এ মারামারির ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



বুধবার রাতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতা কামনা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে স্টেডিয়ামে বেশ কিছু দর্শক উপস্থিত হয়। খেলার শেষ মুহূর্তে যখন ফরাসি ক্লাবটি ২-০ গোলে জিততে চলছিল তখনই হামলার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধরা বেশ ক’জন ইসরায়েলি ফুটবলারকে বেধড়ক পিটুনি দেয়।



হামলাকারীরা তুর্কি বংশোদ্ভূত বলে ধারণা করে সংবাদ মাধ্যমগুলো জানায়, পরিস্থিতি দ্রুত সামলে ম্যাকাবি হাইফার কোচ আলেক্সান্ডার স্ট্যানোজেভিচ তার খেলোয়াড়দের নিয়ে দ্রুত বিক্ষোভকারীদের ওপর পাল্টা হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৮৬ মিনিটের মাথায়ই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি।



পরে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলা-পাল্টা হামলা যখন চলছিল, তখন গ্যালারিতে কয়েকটি তুর্কি ও ফিলিস্তিনি পতাকা উড়ছিল, এবং এগুলোর বাহকরা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে স্লোগান দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।