ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশৃঙ্খল লিবিয়ায় পরিবর্তনের আভাস

আন্তার্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

ত্রিপোলি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রক্তপাত এড়াতে ত্রিপোলির জনগণকে শান্ত থাকতে অনুরোধ করার পর লিবিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীরা রোববার ঘরে বসেই তাদের অলস সময় পার করেছেন। একই সঙ্গে তিনি দেশটির একনায়ক মুয়াম্মের গাদ্দাফিকে এখনই মতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।



জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাদ্দাফির সম্পদ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এই প্রথম সর্বসম্মতভাবে গাদ্দাফির মানবতা বিরোধী অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছে।  

পশ্চিমা সরকার তাদের দূতাবাসগুলো বন্ধ করে দিয়েছে এবং কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে। উদ্ধার তৎপরতা নিয়ে সমালোচনার মুখে ব্রিটেন মরুক্যাম্পে আটকে পড়া তাদের ১৫০ জন নাগরিককে উদ্ধারের জন্য একটি সেনা উড়োজাহাজ পাঠিয়েছে।

এদিকে গাদ্দাফির মন্ত্রিভা থেকে পদত্যাগকারী সাবেক বিচারমন্ত্রী মোস্তফা আব্দেল জলিল একটি একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করেছেন বলে ঘোষণা দিয়েছেন ।

এটি গাদ্দাফির ভেঙ্গে পড়া শাসনব্যবস্থার জায়গায় পুর্নস্থাপিত হবে এবং রাজধানী ত্রিপোলির আশেপাশের পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকা এবং দক্ষিণের সুরতি কিছু মরু এলাকা নিয়ন্ত্রণ করবে বলে ধারণা করা হচ্ছে।         

মোস্তফা আব্দেল জলিল বলেন, ‘আমাদের এই নতুন প্রশাসনে সেনাবাহিনীর সদস্যরাও অন্তর্ভূক্ত হবেন এবং তাদের অনেকে সরকারের পক্ষ ত্যাগ করে বিরোধী দলে এসেছেন। এটি আগামী তিনমাসের মধ্যে নির্বাচনের পথ প্রশস্ত করবে। ’

আব্দেল জলিল সরকার বিরোধীদের গুরুত্বপূর্ণ ঘাটি পূর্বাঞ্চলীয় শহর আল-বাইদা থেকে সাংবাদিকদের  বলেন, ‘আমাদের এই জাতীয় সরকারে সামরিক এবং বেসামরিক কর্তাব্যক্তিরা আছেন। এটি তিন মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, এবং জনগণ তাদের নেতা পছন্দ করবেন। ’

এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘গাদ্দাফির এখনই পদত্যাগ করা উচিৎ কারণ তিনি মতায় থাকার বৈধতা হারিয়েছেন। ’

বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফির অনুগত বাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

একইসঙ্গে লিবিয়ার খাদ্য ব্যবস্থা আমদানী নির্ভর হওয়ায় বর্তমান পরিস্থিতিতে দেশটির খাদ্য বিতরণ ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে যেতে পারে বলেও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী থেকে আশঙ্কা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘন্টা, ফেব্র“য়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।