ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে বিরোধী দলের এমপিদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
বাহরাইনে বিরোধী দলের এমপিদের পদত্যাগ

মানামা: বারাইনের বিরোধী শিয়া দলের ১৮ জন এমপি রোববার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে দেশটির বিরোধী আল- ওয়েফাক দলটির এ এমপিরা পদত্যাগ করেন বলে আইনজীবীরা জানিয়েছেন।



গত ১৪ ফেব্রুয়ারি থেকে বাহরাইনে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। তবে বিক্ষোভ এখনও আগের মতই অব্যাহত আছে।

বার্তাসংস্থা এএফপির কাছে ইমেইল করা ১৮ এমপির স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্রে বলা হয়, ‘যেখানে এ হত্যার কোনো প্রতিবাদ করা হয়নি সে পরিষদের দায়িত্ব থেকে আমরা অব্যাহতি দিয়েছি। আনুষ্ঠানিকভাবে আজ আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। ’

আলি আল- আসাদ এবং মাত্তার নামের আল- ওয়াফাকের অপর দুই সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে সংসদের প্রধান তাদের পদত্যাগপত্র একত্রিত করছেন এবং পরবর্তীতে তা গ্রহণ বা বর্জনের জন্য সংসদে পেশ করবেন বলে মাত্তার জানান। সংসদে তা গৃহীত বলে দুই মাস পর এ বিষয়ে একটি আংশিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
    
আর এ পদত্যাগপত্র সংসদে বর্জন করা হলে তাদের নিয়েই সংসদ এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এ বিষয়ে মাত্তার বলেন, ‘সংসদ হয়তো এ পদত্যাগপত্র গ্রহণ করবে না। তবে এ ঘটনার পর সংসদ এর গ্রহণযোগ্যতা হারাবে বলে আমাদের ধারণা। ’

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।