ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফি সংশ্লিষ্ট অর্থ হাইতিকে দান করেছেন বিয়োন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
গাদ্দাফি সংশ্লিষ্ট অর্থ হাইতিকে দান করেছেন বিয়োন্স

লসঅ্যাঞ্জেলস: গ্র্যামি পুরস্কার বিজয়ী মার্কিন গায়িকা বিয়োন্স এক বছর আগে নববর্ষের অনুষ্ঠানে গান গেয়ে পাওয়া অর্থ হাইতির দুর্গতদের জন্য সহায়তা করেছেন, আর এ অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে। বিয়োন্সের একজন মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন।



২০০৯-এর ৩১ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট বার্টসে আয়োজিত ব্যক্তিগত এ কনসার্টে গাদ্দাফির সংশ্লিষ্টতা জানার পর পরই তিনি এ অর্থ দান করেন।

মুখপাত্র ইভেত্তে নোয়েল-শুরে বলেন, ‘২০০৯-এর নববর্ষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট বার্টসের নিকি সমুদ্র সৈকতে আয়োজিত ব্যক্তিগত কনসার্ট থেকে পাওয়া সব অর্থ বিয়োন্স হাইতির ভূমিকম্প দুর্গতের সহায়তায় দান করে দিয়েছেন। ’

তিনি বলেন, ‘মূলত এ কনসার্টের সঙ্গে গাদ্দাফি পরিবারের মতো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা জানার পর পরই তিনি সব অর্থ দুর্গতদের সাহায্যে দান করে দেন। ’

নববর্ষের ওই কনসার্টে বিয়োন্স পাঁচটি গান করেন এবং তার স্বামী জে জেডসহ গায়ক উশার এবং অভিনেত্রী লিন্ডসে লোহানও অংশ নেন বলে ২০১০ সালের জানুয়ারিতে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস প্রকাশ করে। তবে বিয়োন্সকে কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

সম্প্রতি গাদ্দাফির পরিবারের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া বিয়োন্সসহ উশার, ম্যারিয়া ক্যারি এবং লিওনেল রিচিকে ১০ লাখ করে অর্থ দেওয়া হয় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।